বিশাল জনগোষ্ঠিকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করাই এ প্রতিষ্ঠানের দায়িত্ব। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রতিষ্ঠান যুগোপযোগী ও মানসম্মত কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা প্রদান করে আসছে। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত এ প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা, পাঠদান পদ্ধতি, ব্যবহারিক বিষয়ে অধিক গুরুত্ব আরোপ, প্রশিক্ষক-প্রশিক্ষার্থী ঘনিষ্ঠ সম্পর্ক দক্ষ জনশক্তি তৈরী এবং পাবলিক পরীক্ষায় সাফল্য প্রশংসিত হয়ে আসছে। একটি আধুনিক প্রযুক্তি নির্ভর, সৎ, যোগ্য ও আলোকিত দক্ষ মানুষ গড়ার মাধ্যমে একটি সুশৃংখল জাতিগঠনে লক্ষ্মীপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি তার দায়িত্ব পালনে সবসময় দৃঢ়প্রত্যয়ী। ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি ওয়েব পোর্টাল খোলার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ তথা চলমান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর পৃথিবী গড়ার স্বপ্নের সাথে যুক্ত হলো। এই প্রতিষ্ঠানে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের সুবিধা প্রদানে সীমিত তথ্য প্রদানের মাধ্যমে এই ওয়েব পোর্টাল যাত্রা শুরু করেছে।পর্যায়ক্রমে এই ওয়েব পোর্টালের মাধ্যমে আরও ব্যাপকভাবে সকল শ্রেণীর ব্যবহারকারীর জন্য তথ্য প্রদান করতে এই প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ।